আপনি যখন গুগল অ্যাকাউন্ট খুলেন তখন আপনাকে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ দেওয়া হয় যা আপনি Google Drive,Gmail, Google photos ইত্যাদি তে ব্যাবহার করতে পারবেন। এখন আপনার ফোন কিংবা কম্পিউটার সেই ১৫ জিবি স্টোরেজ এর কতটুকু Google Drive,Gmail, Google photos ব্যাবহারে দখল করছে সেটা আপনার পক্ষে আলাদা করে নির্ণয় করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি ‘Google One” এপ্লিকেশন টি ব্যাবহার করে সহজেই বুঝতে পারবেন আপনার কোন অ্যাপ অতিরিক্ত জায়গা খেয়ে ফুল হয়ে গেছে আর তাই আপনি তৎক্ষণাৎ সেটা ক্লিন করতে পারবেন। তাছাড়া গুগল ওয়ান আপনাকে বিভিন্ন সাজেশন দিবে কোন ফাইল গুলো আপনার বেশি স্টোরেজ খাচ্ছে, আর কোন গুলো ডিলিট করা উচিত।গুগল অ্যাকাউন্ট খুলার পর পর ই আপনি ১৫ গিগাবাইট সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন। এর বেশি স্টোরেজ ব্যাবহারের ক্ষেত্রে আপনাকে পে করতে হবে যেমন ১০০ গিগাবাইট এর জন্য আপনাকে প্রতি বছর ১৯.৯৯ ডলার (বাংলাদেশি টাকায় ১৭০০ টাকা) কিংবা প্রতি মাসে ১.৯৯ ডলার (বাংলাদেশি টাকায় ১৭০ টাকা) পে করতে হবে।

গুগল ওয়ান-এর কাজ কী? আর কী করে? কীভাবেই করে? সবকিছু বিস্তারিত জানাবেন কি?
- Post author:minhaz
- Post published:June 21, 2022
- Post category:freelanching / programming / tech
- Post comments:0 Comments